আবার মুখর হচ্ছে হজ ক্যাম্প
- ১০ জুলাই ২০১৮, ০০:০০
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে পবিত্র হজে যাওয়ার জন্য হজযাত্রীরা আসা শুরু করবেন আজ থেকে। গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে হজযাত্রীদের আগমন উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের মসজিদ ও ক্যাম্প পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন পরিচ্ছন্নকর্মীরা। রোববার ১৪ জুলাই হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ফ্লাইট শুরু হবে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, সোয়া লাখ হজযাত্রীকে স্বাগত জানাতে আমাদের প্রস্তুতি প্রায় শেষ। হজ যাত্রীদের জন্য আমাদের ৪০ জনের একটি স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। আগামীকাল ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম উদ্বোধন করবেন। তার দুদিন পরে শুরু হবে হজ ফ্লাইট।
ফ্লাইটের আগে হজ যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে দুই-তিন দিন অবস্থান করার নিয়ম রয়েছে। কারণ এখানে প্রতি ওয়াক্ত নামাজের পর হজের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়াও মক্কা, মদিনা, আরাফাত ও মিনায় গিয়ে কিভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করবে সে বিষয়গুলো অবহিত করা হয়।